খুলনা গেজেটের সাবেক ভিডিও এডিটর সাংবাদিক মনিরুল ইসলাম সাগরের পিতা মো. আব্দুল হক (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর ছোট বয়রা এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি প্রায় আড়াই বছর ধরে ব্রেন স্ট্রোকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মনিরুল ইসলাম সাগরের পিতার আত্মার মাগফেরাত কামনা এবং গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা গেজেটের সম্পাদক মো. মাহমুদ আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম, বার্তা সম্পাদক আবুল হাসান হিমালয়, প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন, স্টাফ রিপোর্টার নিপা মোনালিসা, জাহিদুল সাগর, আয়শা আক্তার জ্যোতি, একরামুল হোসেন লিপু, ফটো সাংবাদিক মোহাম্মদ এম এ সাদী, ভিডিও এডিটর মেহেদী হাসান বাপ্পিসহ খুলনা গেজেটের পরিবারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
খুলনা গেজেট/এএজে
The post সাংবাদিক সাগরের পিতার ইন্তেকাল appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.