লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে গাঁজাসহ শিল্পী বেগম (২৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। ওই নারী উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের চঞ্চল উদ্দিনের স্ত্রী। গতকাল শুক্রবার দুপুরে তাকেসহ ওয়ারেন্টভুক্ত আরেক আসামিকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দলের সহায়তায় উপজেলার আরবাব ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ।

এসময় চঞ্চলের বাড়িতে তল্লাশি চালিয়ে শুকনো গাঁজাসহ তার স্ত্রীকে আটক করা হয়। শীর্ষ এই নারী মাদক ব্যবসায়ীর আটকের খবরে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় তারা সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ জানান। জানা যায়, এই নারী মাদক ব্যবসায়ী মুদিখানা ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মমিনুজ্জামান বলেন, নারী মাদক ব্যবসায়ী শিল্পী বেগম ও ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার গোধরা মধ্যপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মনিরুল ইসলামকে (৪০) আটক করে গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

The post লালপুরে নারী গাজা ব্যবসায়ী আটক appeared first on সোনালী সংবাদ.