ভারতের রিয়েলিটি শো ‘সারেগামাপা’ থেকে তারকা খ্যাতি পাওয়া গায়ক মাইনুল আহসান নোবেল নানা বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন বহুবার। কারাগারে দিন কাটানো এই শিল্পীর পরিচয় এখন ধর্ষণ মামলার আসামি।
তবে এর আগেও ব্যাপক বিতর্কিত ছিলেন নোবেল। মাদক সেবন, স্ত্রী নির্যাতনের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। এছাড়াও কনসার্টে মদ্যপ অবস্থায় ওঠা, সিনিয়র গায়কদের নিয়ে অসম্মানজনিত করে বক্তব্যও দিয়েছেন। … বিস্তারিত