যশোরে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ জন। শুক্রবার (২০ জুন) যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় সাবিলা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
তিনি সাতক্ষীরার কলারোয়ার মোস্তাফিজুর রহমানের স্ত্রী।
গত ৫ জুন সাবিলা ঠান্ডা, কাশি ও জ্বর নিয়ে যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে করোনা পজিটিভ রোগী হওয়ার কারণে আর রাখতে না চাইলে ১২ জুন বিকাল সাড়ে ৫ টায় তাকে যশোর জেনারেল হাসপাতালের স্থানান্তর করা হয়।
হাসপাতালে ভর্তির পর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ২০ জুন বিকেল সাড়ে ৫ টায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, মৃত সাবিলা যশোর কোতোয়ালি থানায় কর্মরত নারী এসআই মিনারা আলমের শাশুড়ি ছিলেন।
খুলনা গেজেট/এএজে
The post যশোরে এক সপ্তাহে করোনায় তিনজনের মৃত্যু appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.