স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গত বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, অর্পিত ক্ষমতা অনুসরণে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজশাহী বিভাগের বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছেন।

এ কমিটিতে পদাধিকার বলে আহ্বায়ক হলেন বিভাগীয় কমিশনার ও পদাধিকার বলে সদস্য সচিব রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক।

এছাড়া অ্যাডহক কমিটির সদস্যরা হলেন- জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক হাসিবুল আলম, সাবেক ফুটবলার সাইদুল ইসলাম, ক্রিকেট অনুরাগী ও পৃষ্ঠপোষক তৌহিদুল হক তৌহিদ,  ক্রীড়া প্রশিক্ষক নজরুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ও সংগঠক কৃষিবিদ আমিনুল ইসলাম, ক্রিকেট কোচ আলমগীর কবীর, ছাত্র প্রতিনিধি জাহিন ফেরদৌস জামি এবং সাংবাদিক জিয়াউল গনি সেলিম।

The post রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন appeared first on সোনালী সংবাদ.