সৈয়দ মুন্নাঃ বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মেঘনাপাড়ে দীর্ঘদিন ধরে চলা তীব্র নদীভাঙন হঠাৎ করেই থেমে যায় এক রহস্যজনক স্থানে এসে—আর সেটি হলো এলাকাবাসীর প্রিয় আলেম, আধ্যাত্মিক পুরুষ মাওলানা মনসুর আহমেদ (শুফি সাহেব)–এর কবর।এলাকাবাসীর দৃঢ় বিশ্বাস—এই ভাঙনের থেমে যাওয়া কেবল প্রকৃতির খেলা নয়, বরং এটি শুফি হুজুরের উছিলায় আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত।

ভাঙনের ভয়াবহ স্মৃতি:বছরের পর বছর ধরে ধুলখোলায় মেঘনার ভয়াবহ ভাঙনে শত শত ঘরবাড়ি, জমি, বিদ্যালয় ও গোরস্থান বিলীন হয়ে গেছে। আতঙ্ক ছিল, এবার হয়তো হুজুরের কবরও ভেসে যাবে নদীগর্ভে। কিন্তু আশ্চর্যজনকভাবে ঠিক সেই স্থানে এসে থেমে যায় ভাঙন।

স্থানীয় প্রবীণ আবু তাহের বলেন—”আমরা কবর রক্ষার জন্য দোয়া করছি, ফাতেহা পড়ছি, আর তখনই দেখলাম ভাঙন থেমে গেছে। মনে হলো আল্লাহ হুজুরের উছিলায় জায়গাটাকে বাঁচিয়ে রাখলেন।

“সরকারি উদ্যোগ ও রক্ষা পরিকল্পনা:পরে ভাঙনপ্রবণ এলাকায় ডিও ব্যাগ ও ব্লক ফেলা হয় সরকারি উদ্যোগে, যা আরও সহায়তা করে এলাকা রক্ষায়। বর্তমানে ধুলখোলা ইউনিয়নের নদীতীরের সেই অংশ অনেকটাই স্থিতিশীল, এবং এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

The post শুফি হুজুরের কবর পর্যন্ত এসেও থেমে গেল মেঘনার ভাঙন: অলৌকিকভাবে টিকে আছে ধুলখোলা ইউনিয়ন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.