রোহিত শর্মার মতো একজন অভিজ্ঞ অধিনায়কের জায়গা নিয়েছেন, অধিনায়ক হিসেবে শুরুটাও হয়েছে বিদেশের মাটিতে। তীব্র চাপ অনুভব না করাটাই অস্বাভাবিক। তার ওপর অধিনায়ক হয়ে এমন একটা জায়গায় ব্যাট করার দায়িত্ব নিয়েছেন, ভারত দলে যে জায়গাটা এর আগে সামলেছেন দুই মহারথী শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি।
কিন্তু শুবমান গিলের ব্যাটিং দেখে আজ মনেই হয়নি, চাপ তাকে এতটুকু ছুঁতে পেরেছে! অধিনায়ক হিসেবে অভিষেকের ম্যাচে সাবলীল… বিস্তারিত