-পুলিশ রাষ্ট্রের আইন অনুযায়ী কাজ করে। রাষ্ট্রের নিরাপত্তা, মানুষের জান-মাল রক্ষা, আইন-শৃঙ্খলা বজায় রাখা—এটাই পুলিশের দায়িত্ব। তারা যখন মাঠে থাকে, তখন রাষ্ট্রের নির্দেশই পালন করে। তাহলে সেই পুলিশ যখন দায়িত্ব পালন করছে, তখন তাদের দিকে ঘৃণা কিংবা বিদ্বেষমাখা চোখে তাকানোর অধিকার আমাদের কার?

* পুলিশকে গালি দিলে, আমরা আসলে রাষ্ট্রের আইনের প্রতি অবমাননা করি।
* পুলিশকে আক্রমণ মানেই আমাদের নিরাপত্তার শেষ আশ্রয়স্থলকে আঘাত করা। হ্যাঁ, পুলিশের মধ্যেও মানুষ কাজ করে, ত্রুটি থাকতে পারে—সেই ত্রুটির সমাধান আছে, আইনি পথে বিচার আছে। কিন্তু পুরো একটি বাহিনীকে বিদ্বেষের চশমায় দেখা আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় দায়বোধের সংকট। এখন সময় এসেছে সচেতন হওয়ার, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার—
* পুলিশের দায়িত্ব পালনকে বিদ্বেষের চোখে দেখা শুধু অন্যায় নয়, একটি সুস্থ সমাজের জন্য হুমকিও বটে।
* যারা পুলিশের প্রতিটি কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে, তারা আসলে নিজেদের নাগরিক দায়িত্ব ভুলে যাচ্ছে। পুলিশ জনগণের বন্ধু—এই বাক্য শুধু স্লোগান নয়, এটি বাস্তব। কিন্তু সেই বন্ধুকে আমরা যদি প্রতিনিয়ত অবজ্ঞা করি, তবে আমরা নিজেরাই আমাদের নিরাপত্তাকে দুর্বল করে ফেলছি।

আমার অনুরোধ—ঘৃণার নয়, সমঝোতার চোখে তাকান। প্রশ্ন করুন অন্যায়কে, কিন্তু পেশাগত দায়িত্ব পালনকারীর প্রতি রাখুন সম্মান। রাষ্ট্রের চাকরি তারা করে, আদেশ-নিষেধ মানে, সিদ্ধান্ত নেয় না।

আমরা যদি চাই একটি নিরাপদ বাংলাদেশ, তাহলে পুলিশ বাহিনীকে শত্রু নয়, সাথী হিসেবে দেখতে হবে।

The post পুলিশ কি দোষ করেছে? তারা কি নিজের ইচ্ছায় মাঠে নামে? appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.