বাংলাদেশে নবনিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি আজ মঙ্গলবার (২৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত করেছেন।
সাক্ষাতকালে পররাষ্ট্র সচিব ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার নিয়োগে অভিনন্দন জানান। তিনি রাষ্ট্রদূতকে তার বাংলাদেশে দায়িত্ব পালনকালে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। ভুটানের রাষ্ট্রদূতও পররাষ্ট্র সচিবকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং ভুটানের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে একটি শুভেচ্ছাপত্র হস্তান্তর করেন।
সাক্ষাতকালে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়, বিশেষ করে বাণিজ্য ও শিক্ষা খাতে আলোচনা হয়। বাংলাদেশ ও ভুটানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব জানান, এই সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশি পণ্যের মানের প্রশংসা করে পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন যে, ভুটানে বাংলাদেশের রপ্তানি আগামীতেও বৃদ্ধি পাবে। তিনি জানান, পরবর্তী বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক সুবিধাজনক সময়ে ঢাকায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া তিনি উল্লেখ করেন, এ বছর ঢাকায় সুবিধাজনক সময়ে পরবর্তী ফরেন অফিস কনসালটেশনস (এফওসি) অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা রয়েছে।
The post ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র সচিবের সঙ্গে appeared first on Ctg Times.