ভালুকায় একজন মানবিক পুলিশ অফিসারের কয়েক বছর ভালুকা থানায় থাকা দরকার বলে মনে করেন স্থানীয় জনগন। কিছুদিন আগেও এই লোকটার অনেক সুনাম ছিল এই লোকটাকেই আপনারা এইভাবে অপবাদ দিলেন ভালুকা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের বিরুব্ধে কতিপয় লোক মিথ্যা ট্রল ও ট্যাগ করছে এটা ঠিক না, সে একজন কর্মঠ এবং অপরাধ দমনে নিরলস পরিশ্রম করছে তাই হয়ত তাকে সরানোর জন্য কারো প্ররোচনায় এমন সব করছে।আমাদের জানামতে উনি একজন সৎ পুলিশ অফিসার। এমন মন্তব্য করেন এলাকার সাধারন মানুষ। মব ভায়োলেন্স দূর করতে সামাজিক ভাবে যখন জনগনের সহযোগিতা আর প্রচারনা শুরু করেছেন তখনি একটি চক্র উঠে পড়ে লেগেছে। চক্রটি ময়মনসিংহে বসবাস করলেও টেকনাফের মাদক সম্রাট বদি’র অন্যতম দোষড়। চক্রটির মাতক ব্যবসার আধিপত্য বিস্তার করতে না পেরে ভালুকা, ত্রিশাল ও ময়মনসিংহ কোতোয়ালী থানার পুলিশ অফিসারদের বিভ্রান্ত প্রচার চালিয়ে বদলী করিয়ে থাকেন।
সাবেক ওসি থাকাকালীন থানা এলাকার পরিস্থিতি নাজুক ছিল। বর্তমান ওসি থাকা অবস্থায় থানা কেমন রয়েছে আইন শৃঙ্খলার কত উন্নতি হয়েছে জনগণ সেবা পাচ্ছে। বদি চক্রের এক সাংবাদিক সাবেক ওসি শামসুল হুদা সাহেবের বাগিনার বন্ধু সুবাধে মামা সম্পর্কে মাসে থানা থেকে মোটা অংকের টাকা মাসোহারা পেতো ও  বদি চক্র মাদক ব্যবসার সুবিধা নিতো। তা বন্ধ হয়ে যাওয়ায় মনগড়া বক্তব্যের মাধ্যমে ওসিকে বদলী করার চেষ্টা করে আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করছে। হুমায়ুন কবির সাহেব ওসি হওয়ার আগে ভালুকা থানাতে তদন্ত (ওসির) দায়িত্বে ছিলেন। তখনতো বলেনি ওসি ছাত্রলীগ নেতা।এখন কেন বলছে বিষয়টি গভীর ষড়যন্ত্র তা বুঝতে বাকি নেই।
পুলিশকে পুলিশের দায়িত্ব পালনে সহযোগিতা করা দরকার রাজনৈতিক লেজ টানা উচিত নয়। পুলিশ যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে অপরাধ কমে যাবে। পুলিশদেরকে রাজনৈতিক অপবাদ দিয়ে ঘায়েল করা ঠিক নয়। সবাই ছাত্র জীবনে কমবেশি কোন না কোন সংগঠনের সাথে জড়িত তাই এসব বলে লাভ নেই। প্রত্যেকেরই নিজস্ব কর্ম আছে নিজস্ব দায়িত্ব আছে। দায়িত্বে কোনো অবহেলা করলে তখন পুলিশকে অপবাদ দিতে পারেন অন্যথায় নয়।
নিউজে যেসকল লোকের বক্তব্যের কথা বলা হয়েছে তা ভিডিও আকারে প্রকাশ করা হউক নয়তো মিথ্যা নিউজ করার অপরাধে আইনের প্রয়োগ করার জোর দাবি জানাচ্ছি।

The post মাদক সম্রাট বদি চক্রের রোষানলে ভালুকা থানার ওসি appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.