ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন ১ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কমর উদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গত ৬ জুলাই রবিবার এবং ৭ জুলাই নগরীর ক্রাইম জোন মাদক এলাকা কৃষ্টপুর এবং পুরাতন মেডিকেল গেইট এলাকায় সাড়াশি পুলিশি অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত ৭ জন পেশাদার চোর ছিনতাইকারী কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, উল্লেখ্য ৬ জুলাই গ্রেফতার কৃতরা হলো হৃদয় (২১) পিতা অপুদাস, সাং – পুরোহিত পাড়া, জয় (২০) পিতা – গনেশ, বড় কালীবাড়ি থানা কোতোয়ালী ও শহীদ (৩৪) পিতা নব আলী, সাং – গুলুকপুর থানা গৌরীপুর সর্ব জেলা ময়মনসিংহ।
জানাগেছে ধৃত ছিনতাইকারীরা সংঘবদ্ধ ভাবে রাতে ছিনতাইয়ের প্রস্তুুতি নিচ্ছিল এ সময় এক গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কমর উদ্দিন সংগীয় অফিসার ফোর্স নিয়ে ঘেরাও তল্লাশি অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে।
এ সময় ধৃতরা পুলিশের কাছে সত্যতা শিকার করে বলে তারা পেশাদার ছিনতাইকারী তাই ছিনতাই করার জন্য রাস্তায় দাড়িয়ে অপেক্ষা করছিলো, তাদের বিরুদ্ধে আদালতে একাধিক ছিনতাই মামলা রয়েছে, তাছাড়া ১ নং ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কমর উদ্দিন এর নেতৃত্বে পুলিশের চৌকস টিম ফাঁড়ি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক ভাবে স্বাভাবিক নিয়ন্ত্রণ রাখতে ইতিমধ্যেই ময়মনসিংহ যৌনপল্লী সহ বিভিন্ন এলাকা থেকে বেশ কজন অবৈধ ভেজাল মিশ্রিত মদ ব্যাবসায়ী ও চিহ্নিত ছিনতাইকারী চোর এবং মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেছে, বর্তমানে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশে এবং কোতোয়ালী (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম এর মনিটরিং তদারকিতে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কমর উদ্দিন ফাঁড়ি এলাকার জন নিরাপত্তায় এবং এলাকার চুরি ছিনতাই চাঁদাবাজি ও মাদক ব্যাবসা দমনে নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং ফাঁড়ি এলাকার ছোট বাজার, বড় বাজার, ওল্ড পুলিশ ক্লাব রোড স্বদেশী বাজার রোড বাস্ততম এলাকা গাংগিনার পাড় দূর্গাবাড়ী রোড, ষ্টেশন রোড, ট্রাংকপট্টি রোড, ছোট বাজার ইসলামী ব্যাংক, গোল্ড মার্কেট সহ বিভিন্ন এলাকায় পুলিশি টহল জোরদার রাখায় সকল পেশার মানুষ এবং ব্যাবসায়ী মহল নিরাপদ নিশ্চিন্তে জীবন যাপন করতে ভরসা পাচ্ছে ।
এ সময় ইনচার্জ ইন্সপেক্টর কমর উদ্দিন বলেন অপরাধী যেই হউক পুলিশ কাউকেই কেনো অবস্থাতেই ছাড় দিবে না তবে বিভিন্ন ধরনের অপরাধী গ্রেফতার আমাদের প্রয়োজন সঠিক তথ্য এবং সহযোগিতা আমরা অপরাধী ধৃত করতে চাই সহযোগিতা।
The post নং পুলিশ ফাঁড়ি পুলিশের অভিযান পেশাদার চোর ছিনতাইকারী সহ ০৩ জন গ্রেফতার… appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.