আমার বর্তমান
নিয়ে যায় না আমায় ভবিষ্যতে—
কোনো না কোনো পরিকল্পনায়।
কেবলই টেনে নিয়ে যায়
সেই অতীতে।
যেখানে ফেলে আসা
কিছু স্মৃতির আঙিনায়
শুধু খুঁটিয়ে খুঁটিয়ে আবিষ্কার—
সময়ের না–বলা সব কথা।