চির বিরহী পাখি ডাহুক। বাংলার বিল-ঝিলের এই পাখি সঙ্গীহীন অবস্থায় এক রতি সময়ও কাটাতে চায় না। চর্যাপদ থেকে শুরু করে হালের কবিতা, গান, গল্প, নাটক, লোকসাহিত্য—সবখানেই রয়েছে ডাহুকের উপস্থিতি। দূর থেকে ভেসে আসা ‘কোয়াক কোয়াক’ ডাকে বুঝা যায়, ডাহুকজোড় মনের আনন্দে মাতোয়ারা। অথচ প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশের বন্ধু এই পাখিটি আজ নানা কারণে হুমকির মুখে।
ডাহুকের বৈজ্ঞানিক নাম Amaurornis… বিস্তারিত