কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোরকমণ্ডল এলাকায় ধরলা নদীর তীব্র ভাঙনে অর্ধশতাধিক পরিবার ভিটেমাটি ও বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে শত শত বিঘা ফসলি জমি। ভাঙনের মাত্রা এতটাই তীব্র যে, আগাম সতর্কতা হিসেবে অনেকেই তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত মুজিব কেল্লা ভবনসহ প্রায় পাঁচ শতাধিক পরিবারের বসতভিটা ও শত শত… বিস্তারিত