সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও উপকূলীয় অঞ্চলে ভারি বৃষ্টিপাতের প্রভাবে বিভিন্ন জেলায় প্রায় ৭২ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং উপকূলীয় অঞ্চলে ভারি বৃষ্টির প্রভাবে বিভিন্ন জেলায় প্রায় ৭২ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতার কারণে আউশ-আমনের বীজতলা, বোনা আমন, পাট, শাকসবজি, ফলবাগান, পান, তরমুজ ইত্যাদি ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও শরীয়তপুরসহ ২১টি জেলায় ৭২ হাজার ৭৬ হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে নিমজ্জিত হয়েছে। এরমধ্যে কুমিল্লায় ১১ হাজার ৫৯০ হেক্টর ও নোয়াখালীতে ৭ হাজার ৮০৬ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।
এছাড়াও ফেনীতে ১ হাজার ৬৫৫ হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। তবে বৃষ্টিপাত হ্রাস পাওয়ায় ফসলগুলো নিমজ্জিত থাকার হার ক্রমান্বয়ে কমে আসছে বলেও জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
The post লঘুচাপ ও ভারি বৃষ্টিতে ৭২ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি appeared first on Ctg Times.