বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় চাঁদাবাজি মামলায় একেএম মঞ্জুর আলম ওরফে এমদাদ হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার দুপর আড়াইটার দিকে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের পৌরশহরের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এমদাদ উপজেলার কালাইয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মনির হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।
মামলায় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি নেতা এমদাদ হোসেন কালাইয়া ইউনিয়নের বগী তুলাতলি এলাকার জেলেদের কাছে চাঁদা দাবি করে আসছিল। জেলেরা চাঁদার টাকা না দেওয়ায় গত ৩ অক্টোবর এমদাদ ও তার ছেলে কালাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মো. সাইফুদ্দিন ওরফে রিজভী ও ছাত্রদল নেতা তৌফিক এলাহি দলবল নিয়ে জেলেদের ওপর হামলা করেন। হামলায় নারীসহ ৫ জেলে আহত হন। যার মধ্যে গুরুতর আহত জাফর নামে এক জেলে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গত ৫ অক্টোবর হামলার শিকার অপর এক জেলে মো. মনির হোসেন বাদি হয়ে এমদাদ, তার ছেলে রিজভীসহ ২৪জনকে আসামী করে বাউফল থানায় একটি চাঁদাবাজী মামলা করেন। এমদাদ মামলার ২ নম্বর আসামী।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে এমদাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
The post বাউফলে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024