পাথরঘাটা ((বরিশাল) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় স্কুলছাত্রী উত্ত্যক্ত নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে মো. নাসির উদ্দিন নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বৃহ্স্পতিবার (১০ জুলাই) রাত ৯টার দিকে পাথরঘাটা শহরে বাজার রোডে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মো. নাসির উদ্দিনকে (৩৫) পাথরঘাটা হাসপাতাল থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে দুইপক্ষের মারামারিতে পাথরঘাটা শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাথরঘাটা পৌরসভার সামনে পুকুরপাড়ে বন্ধুকে নিয়ে ফুচকার দোকানে আসা এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে শিবির নেতা মো. নাঈমকে (১৮) ছাত্রদল নেতাকর্মীরা গালাগালি করে। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয়পক্ষকে থানায় নিয়ে যায়। সন্ধ্যার পরে বিএনপি এবং জামায়াতে ইসলামীর প্রথম সারির নেতারা এসে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠকে বসেন।

সালিশ চলাকালে ছাত্রদলের কিছু কর্মী দেশীয় অস্ত্র নিয়ে শহরে মোটরসাইকেলে মহড়া দেয়। পরে পাথরঘাটা পৌর জামায়াতের আমির মো. বজলুর রহমান মাওলানার ওষুধের ফার্মেসিতে হামলা চালায়। এ সময় পাথরঘাটা বাজারের মুরগি ব্যবসায়ী ও জামায়াত কর্মী নাসির উদ্দিন প্রতিবাদ করতে গেলে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা। পরবর্তীতে রাত ১১টার দিকে জামায়াতে ইসলামী বাংলাদেশ পাথরঘাটা পৌরসভা বাজারের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে পাথরঘাটা গোলচত্বরে প্রতিবাদ সভা করেছেন।

এ সময় পাথরঘাটা পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মাহবুব রহমান খান বক্তব্য রাখেন। তিনি বলেন, ছাত্রলীগের কর্মীরা বিএনপিতে যোগ দিয়ে তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। অতিসত্বর তাদের গ্রেফতার করা না হলে পাথরঘাটার আইনশৃঙ্খলার অবনতি হওয়ার দায়দায়িত্ব প্রশাসনের নিতে হবে বলে বক্তব্য প্রদান করেন।

পাথরঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা মাসুদুল আলম জানান, জামায়াতের পৌর আমির মাওলানা বজলুর রহমান ও নাসির উদ্দিনের ওপর হামলা করেছে। নাসির উদ্দিন এখন মৃত্যু শয্যায়। যারা কুপিয়েছে সেই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা থানায় মামলা করেছি।

পাথরঘাটা পৌর বিএনপির সদস্য সচিব এসমাইল সিকদার এসমে জানান, বিকালে পাথরঘাটা পৌর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক পৌরসভার সামনে ফুচকার দোকানে একটি মেয়েকে ইভটিজিংয়ের অভিযোগে শিবির ও ছাত্রদলের কথা কাটাকাটি এবং মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে এশার নামাজ বাদ থানায় সালিশ বৈঠক চলছিল। এ সময় জামায়াত কর্মীকে কারা কুপিয়েছে তা আমার জানা নেই। এ সময় আমরা থানায় সালিশে ছিলাম বলে তিনি জানান।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মারামারির ঘটনা নিয়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে শহরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করায় পুলিশ ও নৌবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

The post পাথরঘাটায় ছাত্রী উত্ত্যক্ত নিয়ে ছাত্রদল-ছাত্রশিবির সং*ঘ*র্ষ, জামায়াত কর্মীকে কু*পি*য়ে জ*খ*ম appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.