সিরাজগঞ্জ প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারি বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে জেলার পাঁচ উপজেলার নদী তীরবর্তী মানুষের মধ্যে ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, যমুনায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীর স্রোত তীব্র হয়েছে। এতে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ভাটপিয়ারি ও বাহুকা এবং কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর, চরগিরিশ ও খাসরাজবাড়িসহ বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
এছাড়া বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার তীরবর্তী অঞ্চলেও ভাঙন আতঙ্ক বিরাজ করছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে চরাঞ্চলের আখ, পাট, কাউন ও বাদামসহ বিভিন্ন ফসলি জমি।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কাজিপুর পয়েন্টে যমুনার পানি ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৯৬ মিটার নিচ দিয়ে এবং সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৭২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, পানি বৃদ্ধির কারণে নদীতে প্রবল স্রোত সৃষ্টি হয়েছে। যার ফলে নদীতীরের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।
আমরা জরুরিভিত্তিতে সদর উপজেলার ভাটপিয়ারী ও বাহুকা এলাকায় জিওব্যাগ ও জিওটিউব ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, নদীতে পানি বাড়লেও এই মুহূর্তে বন্যার কোনো আশঙ্কা নেই।
The post যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, ভাঙন আতঙ্কে পাঁচ উপজেলার মানুষ appeared first on সোনালী সংবাদ.