
সৈয়দ রাসেল, কলাপাড়া.পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবের ইঞ্জিঃ মোঃ তৈহিদুর রহমান মিলনায়তনে নাগরিক সমাজের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশাররফ মিন্টু, মেজবাহ উদ্দিন মাননু, এনামুল হক, অশোক মুখার্জি, মেজবাহ উদ্দিন টুকু, এস কে রঞ্জন, মো. ইউসুফ মিয়া, ইঞ্জিনিয়ার ইয়াকুব খান, সৈয়দ মো. রাসেল, মো. আল-আমিন গাজী, ব্যবসায়ী মো.রিয়াজ গাজী, সজল সমাদ্দার, আল-মামুনসহ নাগরিক সমাজের নেতৃবৃন্দ। এ সময় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু ও সাধারণ সম্পাদক অমল মুখার্জিকে ফুলের তোড়া তুলে দেন নাগরিক সমাজের নেতারা।
কলাপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু বলেন, প্রেসক্লাব নেতৃবৃন্দ শুভেচ্ছা ও সমর্থনের জন্য নাগরিক সমাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, সঠিক তথ্যপ্রবাহ ও সমাজ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তৃণমূলে তরুণ সাংবাদিকতায় যারা কাজ করে তাদেরকে নিয়ে এলাকার উন্নয়ন ও সমাজে ব্যাপক পরিবর্তন আনবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।
নাগরিক সমাজের পক্ষ থেকে জানানো হয়, একটি গণতান্ত্রিক ও সচেতন সমাজ গঠনে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। আপনাদের লেখনীর মাধ্যমে এই কলাপাড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা চাই ভবিষ্যতেও কলাপাড়া প্রেসক্লাব সদস্যেদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই উন্নয়নের গতি আরো বেগবান হবে ও অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে।
The post কলাপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.