সোনালী ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গত বৃহস্পতিবার আর পরীক্ষার ফলাফলে অকৃতকার্য কিংবা ফলাফল চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের আবেদন করা যাচ্ছে গতকাল শুক্রবার থেকে। চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।
গত বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, পুনর্নিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
আবেদন পদ্ধতি শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটকের বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে। পুনর্নিরীক্ষণের আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে জঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২-তে। একাধিক বিষয় কোড টাইপের ক্ষেত্রে কমা (,) ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য নির্ধারিত আবেদন ফি লাগবে ১৫০ টাকা।
The post এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, করবেন যেভাবে appeared first on সোনালী সংবাদ.