স্টাফ রিপোর্টার: মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১২ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে।

এছাড়াও অন্যান্য অভিযোগে ১১ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৩ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মিরাজুল ইসলাম বাবু (৫২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল এলাকার মৃত আবেদ আলীর ছেলে। সে রাজশাহী মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কৃষকলীগ সভাপতি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

The post নগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ১২ appeared first on সোনালী সংবাদ.