পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে বিরোধের জেরে লালচাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে দুইজনকে র‍্যাব এবং তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১২ জুলাই) কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংস্থাটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এসব তথ্য জানান।

মিটফোর্ডের সামনের হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে তিনি বলেন, এটার মূল তদন্ত ডিএমপি করছে। তারা তদন্ত করে বের করবে কারা জড়িত। আমরা ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহযোগিতা করছি।

র‍্যাবের মহাপরিচালক আরও বলেন, আমাদের কাছে অপরাধীর পরিচয় অপরাধী। সে কোন দলের, কত বড় শীর্ষ নেতা—সেটা আমরা কোনোভাবেই বিবেচনায় আনি না। যে অপরাধে সম্পৃক্ত হবে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। এখানে দলীয় পরিচয় আমাদের কাছে মুখ্য নয়।

উল্লেখ্য, রাজধানীর মিটফোর্ডের সামনে গত ৯ জুলাই এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নারকীয়ভাবে হত্যা করা হয়। এই ঘটনায় রাজধানীর কোতয়ালী থানায় বৃহস্পতিবার নিহতের বোন ১৯ জনের নাম উল্লেখ করে ও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

The post মিটফোর্ডের ঘটনায় ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহযোগিতা করছে র‍্যাব: মহাপরিচালক appeared first on Ctg Times.