একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
বিবৃতিতে ড. ফয়জুল হক বলেন, আমি গভীর আবেগ ও বিবেচনার সাথে বিএনপি থেকে পদত্যাগ করছি। বিগত বছরগুলোতে দেশ ও বিদেশ থেকে বিএনপি, জামায়াত, হেফাজত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ ইসলামপন্থী ও সামাজিক বিভিন্ন সংগঠনের পক্ষে অবস্থান নিয়েছি। আমি সব সময় চেয়েছি একটি স্বাধীন, ন্যায়ভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন রাজনীতি করতে।
তিনি বলেন, দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, ৫ আগস্টের ঘটনার পর থেকে বিএনপির নেতৃত্ব বামঘেঁষা মতাদর্শের দিকে ঝুঁকে পড়ছে। ইসলামপন্থি চিন্তাবিদদের বিরুদ্ধে বিএনপির অবস্থান এবং আওয়ামী লীগের বক্তব্যের সঙ্গে আশ্চর্যরকম সাদৃশ্য আমাকে গভীরভাবে হতাশ করেছে।
তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লবের পরে দেশের বৃহত্তর স্বার্থে আমাকে কিছু পদক্ষেপ নিতে হয়েছে, যা দলের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। আমি চাই না, আমার অবস্থানের কারণে দল বিব্রত হোক।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের অবদান আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো।
পদত্যাগপত্রের শেষে তিনি বলেন, আজ থেকে আমি আর কোনো দলীয় পরিচয়ের ছায়ায় নই, একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক মানুষ হিসেবে ভালোকে ভালো, মন্দকে মন্দ বলার সাহস নিয়েই পথ চলবো। মৃত্যুর আগ পর্যন্ত এই নীতিতে অবিচল থাকবো।
ড. ফয়জুল হকের এই পদত্যাগ এবং স্বতন্ত্র নির্বাচনে অংশগ্রহণের ঘোষণায় ঝালকাঠী-১ আসনের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
The post বিএনপি থেকে আলোচিত অ্যাক্টিভিস্ট ড. ফয়জুল হকের পদত্যাগ appeared first on Ctg Times.