আজ শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় রাজশাহীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর সাথে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। সে লক্ষ্যে সরকার কাজ করছে। আর কাউকেই ছাড় দেয়া হবে না।
গণমাধ্যম সংস্কার কমিশন বিষয়ে তিনি বলেন, দ্রুতই গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক হবে। সেখানে করণীয় ঠিক করা হবে।
এসময় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথিসহ রাজশাহীর উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।
The post আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আপ্রাণ চেষ্টা করছে সরকার: উপ-প্রেস সচিব appeared first on Ctg Times.