পূর্ণাঙ্গ কমিটিতে অবশ্যই যারা নির্যাতিত ও জেল খেটেছেন তাদের মূল্যায়িত করতে হবে

আল-আমিন,বাবুগঞ্জঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় মধ্য ভুতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সম্মেলনে কেদারপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ কামাল হোসেন হাওলাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান। উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র সাহা ও কেদারপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোস্তফা দুয়ারী সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল করিম হাওলাদার, কাজী নজরুল ইসলাম মিরন, নজরুর ইসলাম বাদশা, আরিফুর রহমান শিমুল শিকদার, মোস্তাফিজুর রহমান ফারুক,অহিদুল ইসলাম খান,জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম,শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন,সাধারন সম্পাদক মিজানুর রহমান মিন্টু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াসির আরাফাত, জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল মালেক শিকদার প্রমুখ। সম্মেলন শেষে, কাউন্সিলরা ভোটা প্রদান করে সভাপতি নির্বাচিত করেন বর্তমান আহবায়ক মোঃ কামাল হোসেন হাওলাদকে ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন মোস্তফা দুয়ারীকে। সম্মেলনে বক্তারা বলেন, আজকে কেদারপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে ও কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন বিএনপির শক্তিশালী কমিটি উপহার দিতে পেরেছি। কেদারপুর ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে আমরা কর্মী সম্মেলন করেছি। যাতে এ শক্তিশালী বিএনপি নিয়ে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কার বিজয় করতে পারে। যারা বিজয়ী হয়েছেন আগামীতে সবাইকে নিয়ে একটি পূর্ণাঙ্গ গঠন করবেন। সে কমিটিতে অবশ্যই রাজপথে থেকে যারা হামলা-মামলা নির্যাতন শিকার হয়েছে জেল খেটেছেন তাদেরকে অবশ্যই মূল্যায়িত করতে হবে। নির্বাচিত সভাপতি কামাল হোসেন বলেন, সবাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে আরও শক্তিশালী করব। বিএনপির আদর্শ বাস্তবায়নে আমাদের নতুন কমিটি নিরলস পরিশ্রম করবে

The post সম্মেলেন করে কেদারপুর নতুন কমিটি করলেন উপজেলা বিএনপি appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.