নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং নারী শিক্ষার একজন অগ্রদূত মালালা ইউসুফজাই তানজানিয়ায় শনিবার (১২ জুলাই) নিজের ২৮তম জন্মদিন উদযাপন করছেন। জিও নিউজ জাজিয়েছে, বিশেষ দিনটিতে তিনি শিক্ষার অধিকারের জন্য সক্রিয়ভাবে লড়াইরত মেয়েদের সঙ্গে সময় কাটাচ্ছেন।
এটি মালালার প্রথম তানজানিয়া সফর। এই সময় তিনি স্থানীয় শিক্ষা সমর্থক এবং মালালা তহবিলের অংশীদারদের সঙ্গে দেখাও করেন।
তানজানিয়ায় মানসম্মত… বিস্তারিত