নিজস্ব প্রতিনিধি:

বরিশাল নগরীতে মৃতপ্রায় লাকুটিয়া খালে পানির প্রবাহ বাড়তেই মিলেছে বিশাল আকৃতির বোয়াল মাছ। শুক্রবার দুপুরে নগরীর এক বাসিন্দা খাল থেকে প্রায় ১০ কেজি ওজনের বোয়াল মাছটি শিকার করেন। মরা খালের মধ্যে আসা বিশাল আকারের মাছটি দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। নগরীর মহামায়া এলাকার বাসিন্দা মো. রানা বলেন, লাকুটিয়া খালটি দীর্ঘদিন ধরে ছিল ময়লা-আর্বজনায় পরিপূর্ণ।

সম্প্রতি খালটি পরিষ্কার করে চলছে খননের কাজ। ময়লা-আবর্জনা পরিষ্কার করায় খালে ফিরেছে পানি প্রবাহ। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে খাল দিয়ে পানি কীর্তনখোলা নদীতে আসা-যাওয়া করছে। সঙ্গে সঙ্গে আসা-যাওয়া করছে বিভিন্ন প্রজাতির মাছ। গত তিন দিন ধরে বোয়াল মাছটি খালে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। অনেকে মাছটি শিকার করার চেষ্টা করেও ব্যর্থ হন।

রানার ভাষ্য, শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য বের হওয়ার সময় এক ব্যক্তি খালে মাছটি দেখতে পেয়ে তাকে জানিয়েছেন। তিনি গিয়ে খালের মহামায়া পোল মোবাইল টাওয়ার এলাকায় মাছটি ভেসে উঠতে দেখেন। তখন টেঁটা দিয়ে মাছটি শিকার করেন রানা। এলাকাবাসীর ভাষ্য, খালটি পরিষ্কার থাকলে নদী থেকে এমন মাছ আরো আসবে। তাই খালটি নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

The post লাকুটিয়ার  ‘মরা খালে’ মিলল ১০ কেজির বোয়াল appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.