ইগা সিওনতেকের গ্র্যান্ড স্লাম সংগ্রহে ছিল পাঁচটি ট্রফি, তবে তাতে ছিল না টেনিস বিশ্বের ঐতিহ্যবাহী ‘ভেনাস রোজওয়াটার ডিশ’। উইম্বলডনের ফাইনালে কখনোই ওঠা হয়নি বলেই সেই ট্রফি ছিল অধরা। অবশেষে সেই অপূর্ণতাও ঘুচল। প্রথমবারের মতো উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন পোলিশ তারকা।
রোববার (১১ জুলাই) ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে নিজের প্রথম উইম্বলডন শিরোপা জিতলেন সিওনতেক। মাত্র ৫৭ মিনিটে প্রতিপক্ষকে কোনো গেম না দিয়ে শিরোপা জিতে নিয়েই রচনা করলেন এক অনন্য অধ্যায়।
গ্র্যান্ড স্লামের ইতিহাসে এটি মাত্র তৃতীয়বার, যখন কোনো নারী খেলোয়াড় ফাইনালে ‘ডাবল ব্যাগেল’ (৬-০, ৬-০) স্কোরে জয় পেয়েছেন। এর আগে ১৯১১ সালে উইম্বলডনের ফাইনালে ডোরা বুথবিকে এমন ব্যবধানে হারিয়েছিলেন ডরোথি ল্যাম্বার্ট-চ্যাম্বার্স। এরপর দীর্ঘ বিরতি পেরিয়ে ১৯৮৮ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নাতাশা জভেরেভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে এই কীর্তি গড়েন টেনিস কিংবদন্তি স্টেফি গ্রাফ।
সেই ঐতিহাসিক তালিকায় এবার যোগ হল সিওনতেকের নাম। অষ্টম বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করে শেষ পর্যন্ত অনবদ্য পারফরম্যান্সে উইম্বলডনের রাজকীয় ট্রফি নিজের করে নিলেন তিনি।
The post ইতিহাস গড়ে সিওনতেক এখন উইম্বলডনের নতুন রানি appeared first on Bangladesher Khela.