
সৈয়দ রাসেল, কলাপাড়া.ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে হত্যা ও দেশ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কলাপাড়ায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা।
শনিবার (১২ জুলাই) রাত ৮ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মশাল মিছিলটি শুরু হয়।
এতে শিক্ষার্থী, যুব সমাজ ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মশাল মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব, সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী তানজিল জামান জয়।

সমাবেশে বক্তারা বলেন, একজন সাধারণ ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা বর্বরতা ও নৃশংসতার দৃষ্টান্ত। প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করার প্রবণতা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। বর্তমান সরকার এসব চাঁদাবাজি বন্ধে ব্যর্থ হয়েছে। এদের কঠোর হাতে দমন করতে না পারলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
উল্লেখ্য গতকাল শুক্রবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯)।
হত্যার আগে ডেকে নিয়ে তাঁকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করা হয়। তাঁর শরীরের ওপর উঠে লাফায় কেউ কেউ।

The post মিটফোর্ডে হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মশাল মিছিল appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.