নগর প্রতিনিধি:

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে মালিক সমিতির চেকপোস্টে হামলা চালিয়েছে থ্রি-হুইলার চালকরা। এসময় চেকপোস্টে দায়িত্বরত নগরীর রূপাতলী বাস মালিক গ্রুপের ৮-১০ সদস্য আহত হয়েছে।

গত শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটির জিরোপয়েন্ট এলাকার রাজাখালী মালিক সমিতির চেকপোস্টে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, রূপাতলী বাস মালিক গ্রুপের সাবেক সিনিয়র সহ সভাপতি মো. নাসির মৃধাসহ আরোও দুই জন।

বিষয়টি নিশ্চিত করে আহত নাসির মৃধা বলেন, সম্প্রতি মালিক সমিতির একটি সভায় দুরপাল্লার পরিবহনের বিরুদ্ধে চেকপোস্ট বসার নির্দেশ দেয়া হয়। কারণ এসব পরিবহন বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন স্থান থেকে যাত্রী তুলে নেয়। নির্দেশনা অনুযায়ী শুক্রবার সকালে মালিক সমিতির ১৫-১৬ জন সদস্য নলছিটির রাজাখালী নামক স্থানে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এসময় থ্রি-হুইলার চালক সাদ্দাম নামের একজন নিজেকে বিএনপি নেতা দাবী করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এসময় প্রতিবাদ করলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে লাঠিসহ ২০-২৫ জন স্থানীয় সন্ত্রাসীসহ থ্রী-হহুলার শ্রমিকদের নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমাকে (নাসির মৃধা)কে তারা মারধর করে। এতে আমিসহ ৮-১০ জন মালিক আহত হয়েছি। বিষয়টি মালিক সমিতির নেতৃবৃন্দকে জানানো হয়েছে।

তবে বিষয়টি নিয়ে সিএনজি-থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জিয়া উদ্দিন সিকদার বলেন, সিএনজি-থ্রি-হুইলারের প্রকৃত শ্রমিকরা জড়িত না। স্থানীয় কতিপয় সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুস ছালাম বলেন, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনি পদক্ষেপ নেয়া হবে।

The post বরিশালে বাস মালিক সমিতির চেকপোস্টে থ্রি হুইলার চালকদের হামলা, আহত ১০ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.