ঐতিহাসিক লর্ডসে নাটকীয় সমতা দেখা গেল বহু বছর পর। প্রথম ইনিংসে স্বাগতিক ইংল্যান্ডের করা ৩৮৭ রানের জবাবে ঠিক সমান রানেই গুটিয়ে গেছে ভারতও। টেস্ট ইতিহাসে এটি নবমবার এবং ২০১৫ সালের পর এই প্রথম দুই দলের প্রথম ইনিংস শেষ হলো সমান স্কোরে।
প্রথম ইনিংসে সমান রান করা আগের চারটি টেস্টই শেষ হয়েছিল ড্রয়ে, ফলে লর্ডস টেস্টের ফল কী হবে তা নির্ধারিত হবে বাকি দুই দিন ও দ্বিতীয় ইনিংসের পারফরম্যান্সে।
প্রথম… বিস্তারিত