পানি কমতে থাকায় ফেনীতে প্লাবন পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। এতে ধীরে ধীরে বেরিয়ে আসছে বন্যায় হওয়া ক্ষয়ক্ষতির চিহ্ন।
সরেজমিন রোববার (১৩ জুলাই) দেখা গেছে, ফুলগাজীতে বেশিরভাগ জায়গা থেকে পানি নেমে গেছে। তবে, এখনও প্লাবিত মুন্সিরহাট, দরবারপুর ও আনন্দপুর ইউনিয়নের অনেক বাড়িঘর।
এদিকে নোয়াপুর গ্রামের সিলোনিয়া নদীর ভাঙা স্থান দিয়ে এখনও পানি ঢুকছে লোকালয়ে। ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলায় প্লাবিত হওয়া গ্রামগুলো থেকে পানি নামতে শুরু করেছে।
পরশুরামের বেশিরভাগ বাড়িঘর থেকেই নেমে গেছে পানি। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন।
The post ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি appeared first on Ctg Times.