আজ ১৩ জুলাই, ২০২৫। ঠিক এক বছর আগে, এইদিনে কোটা সংস্কার আন্দোলন গড়ায় ১৩তম দিনে।

এদিন আন্দোলনকারীরা যেমন তাদের দাবির পক্ষে শক্ত অবস্থান জানাচ্ছিলেন, তখন একই সাথে আন্দোলনের প্রতি আওয়ামী লীগ সরকারের আগ্রাসী মনোভাব ফুটে উঠতে থাকে।

এদিন–ই অজ্ঞাতনামা বহু আন্দোলনকারীকে আসামি করে শাহবাগ থানায় মামলা করে ডিএমপি। এজাহারে ১১ জুলাই শাহবাগে পুলিশ ব্যারিকেড ভেঙে মারধর এবং এপিসি-২৫ ও ওয়াটার ক্যাননে ভাঙচুর চালিয়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়।

এক ব্রিফিংয়ে সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ জানান, কঠোর অবস্থানে যেতে পারে আইনশৃঙ্খলাবাহিনী। ওবায়দুল কাদের বলেছিলেন, দেশের আর্থসামাজিক পরিস্থিতিতে কোটা ব্যবস্থা শতভাগ যৌক্তিক একটি পন্থা। আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্রিফিং করে ছাত্রলীগও।

পরে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক ব্রিফিংয়ে জানানো হয়, আন্দোলন ভিন্ন খাতে ঘোরাতে এই মামলা। ১৪ জুলাই রাষ্ট্রপতি বরাবর স্বারকলিপি দেয়ার কর্মসূচিও ঘোষণা করে তারা।

The post গত বছরের এই দিনে ফুটে ওঠে সরকারের আগ্রাসী মনোভাব appeared first on Ctg Times.