
কোচ গৌতম গম্ভীরের লাল বলের মিশন শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে এই ফরম্যাটে তার অধীনে প্রথমবার স্বাগতিক ভারত মাঠে নামতে যাচ্ছে। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আসা বাংলাদেশ তাদের সমীহ ঠিকই পাচ্ছে। কিন্তু গম্ভীর সতর্ক করে দিয়েছেন এই বলে যে, তার দল কোনও সুযোগ দেবে না। খেলবে চ্যাম্পিয়নদের মতো।
নিজেদের দাপুটে মানসিকতা ধরে রাখার পক্ষে থাকলেও চেন্নাই টেস্টের আগে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে গম্ভীর বলেছেন, ‘বাংলাদেশের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু আমরা চ্যাম্পিয়ন দলের মতোই খেলবো।’
বাংলাদেশের বিপক্ষে খেলার কৌশলটা কেমন হবে, তার ইঙ্গিত দিয়েছেন গম্ভীর। তিনি বলেছেন, স্বাগতিকরা ইনটেন্ট ধরে রেখে জয়ের জন্যই খেলবে। বাংলাদেশের বিপক্ষে আত্মতুষ্টিতে ভোগার মতো কোনও জায়গাই তারা রাখবে না। বিশেষ করে যে দলটা সম্প্রতি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে এসেছে। তাই উইনিং স্টাইলকে মন্ত্র হিসেবে নিচ্ছেন ভারতীয় কোচ, ‘আসলে উইনিং স্টাইলটাই সেরা স্টাইল।’
একটা সময় শুধুমাত্র ব্যাটিং শক্তির ওপর নির্ভর করতো ভারত। যে কারণে ঐতিহ্যগতভাবে সেরা ব্যাটিং লাইনআপের জন্য স্বীকৃতি মিলতো। কিন্তু সেখান থেকে বোলিংয়ে মনোযোগ দিয়ে একটা ভারসাম্য তৈরি করতে পারায় জসপ্রীত বুমরা, মোহাম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাদের কৃতিত্ব দিয়েছেন গম্ভীর। তার মতে, এই বোলিং ইউনিটের কৃতিত্বেই ভারত এখন অপ্রতিরোধ্য একটি শক্তি, ‘ভারত একটা সময় ব্যাটিং নির্ভর দেশ ছিল। সেখান থেকে বুমরা, অশ্বিন, শামি ও জাদেজারা একে বোলারদের খেলাটাকে পরিণত করেছে।’
The post বাংলাদেশের প্রতি ভারতের শ্রদ্ধা আছে, তবে… appeared first on Bangladesher Khela.