বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, নির্বাচনের আগে সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ করতে হবে।

শনিবার রাতে ইপিজেড থানা কার্যালয়ে জামায়াতের ভোটকেন্দ্র দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বলেন।

ইপিজেড থানা জামায়াতের আামর মুহাম্মদ আবুল মোকাররমের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি ডা. হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম, ইপিজেড থানা বি এম সেক্রেটারি ও ৩৯ নম্বর ওয়ার্ড আমির ওসমান গণি, আব্দুল্লাহ আল আরিফ, মাওলানা মহিউদ্দিন, সাংবাদিক মোহাম্মদ হোসেন, এডভোকেট শাহেদ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন ইপিজেড থানা সভাপতি মোহাম্মদ হোসাইন, ইসলামী ছাত্রশিবির ইপিজেড থানা সভাপতি রায়হান উদ্দিন প্রমুখ।

The post নির্বাচনে প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে:মুহাম্মদ নজরুল ইসলাম appeared first on Ctg Times.