সম্প্রতি, রাজধানীর স্যামসাং বাংলাদেশের অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ‘দ্য গ্র্যান্ড ইনভাইট’ ঈদ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ।
ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কার হিসেবে পেয়েছেন নতুন সুজুকি মোটরসাইকেল- স্কুটার স্টাইলিশ সুজুকি জিক্সার এসএফ ও সুজুকি এক্সেস ১২৫। বিজয়ীরা হলেন যথাক্রমে মাশরিফ বিন জুলফিকার ও আবু সালেহ আল নোমান। এছাড়াও, আরও দশজন বিজয়ী পেয়েছেন স্যামসাং টিভি, রেফ্রিজারেটর ও …