বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় একটি কমিউনিটি ক্লিনিকে চুরি ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে কোনো এক সময় বাজুবাঘা ইউনিয়নের জোতরাঘব কমিউনিটি ক্লিনিকে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, কমিউনিটি ক্লিনিকের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ওজন মাপা মেশিন ১টি, বিপি মেশিন ২টি, ডায়াবেটিস গ্লুকোমিটার ১টি, ঔষধ ১ বক্স (ইনটেক), ইন্টারনেট রাউটার ১টি, ক্যালকুলেটর ১টি, কাঁচি সেট-১টি চুরি হয় এবং দুইটি আলমারির তালা ভেঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো করে রেখে গেছে।
ক্লিনিকের কর্মরত সিএইচসিপি আবুল হোসেন জানান, রোববার সকাল ৮.৫০ মিনিটে সিসি তে উপস্থিত হয়ে দেখেছি তালা ভাঙা। আমি তাৎক্ষণিক সিসি’র সভাপতিকে জানাই।
সভাপতি নিজে ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত এসে বিষয়টি সরেজমিনে দেখেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, জোতরাঘব কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনার খবর পেয়ে সাথে সাথে প্রতিনিধি হিসেবে সহকারী স্বাস্থ্য পরিদর্শক জালাল উদ্দিনকে পাঠিয়েছিলাম তিনি সরজমিনে গিয়ে পরিদর্শন করেন।
এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
The post বাঘায় কমিউনিটি ক্লিনিকে চুরি appeared first on সোনালী সংবাদ.