ভারতের কেন্দ্রীয় সেন্সর বোর্ড (সিবিএফসি) দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘পাঞ্জাব ৯৫’ সিনেমার জন্য দিয়েছে অবিশ্বাস্য এক নির্দেশনা। সিনেমাটিতে ১২৭টি দৃশ্য কর্তনের পরামর্শ দিয়েছে বোর্ড। এগুলো না কাটলে মিলবে না সেন্সর ছাড়পত্র! সিনেমার নাম পরিবর্তনেরও আদেশ এসেছে।
এসব নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সিনেমাটির পরিচালক হানি ত্রেহান। তার বক্তব্য, ‘সেন্সর বোর্ডকে যারা উদার ভাবে তাদের জন্য এই একটি… বিস্তারিত