সৈয়দ রাসেল, কলাপাড়াপটুয়াখালীর কলাপাড়ায় পৌরশহর লাগোয়া টিয়াখালী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তরিকুল ইসলাম সুনানের বাড়িতে ডাকাতি হয়েছে।

৭-৮ জনের সশস্ত্র ডাকাতদল অস্ত্রের মুখে সবাই কে হাত-পা মুখ বেধে জিম্মি করে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়।

রবিবার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক দুই টা থেকে তিনটার মধ্যে এই ডাকাতি সংগঠিত হয়। সুনান জানান, একতলা ভবনের বারান্দার গ্রীল কেটে ডাকাতদল ঘরের সবাই কে এক কক্ষে নিয়ে হাত-পা ও চোখ মুখ বেধে জিম্মি করে ফেলে। চাবি আলমারি ও সুকেস খুলে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। এসময় সুনানসহ তার আমেরিকা প্রবাসী স্ত্রী নিশাত তাবাসসুম কে মারধর লাঞ্ছিত করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

এ ঘটনার খবর পেয়ে কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলামসহ পটুয়াখালী ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ওসি জুয়েল ইসলাম জানান।

The post কলাপাড়ায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, স্বর্ন ও টাকা লুট appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.