নগর প্রতিনিধি:

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০ গ্রাম গাঁজা এবং ৩ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটকৃতরা হলেন,বরিশাল দক্ষিণ কড়াপুরের আবুল কালাম হাওলাদারের পুত্র মো. ফারুক হাওলাদার (৩০), রুপাতলী হাউজিং এর সিরাজুল হকের পুত্র মো. শাকিল খান সেন্টু (৪৫) ও বরিশাল হরিনাফুলিয়ার মোসাঃ মারুফা আক্তার (১৮)।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৩ জুলাই) রাত ৮টা ৩০ মিনিটে বিএমপির গোয়েন্দা শাখার এসআই মো. মেহেদী হাসান নেতৃত্বে এএসআই মহসিন সবুজ, এএসআই কবির হোসেনসহ অন্যানরা বরিশাল সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলী হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় নগরীর রুপাতলী হাউজিংয়ের ২১ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা, ৬০ গ্রাম গাঁজা ও জাল বাংলাদেশি মুদ্রা (৩,০০০ টাকা) উদ্ধার করা হয়।
আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জাল নোট আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিএমপি’র এক কর্মকর্তা জানান, বরিশালে মাদক এবং জাল নোট চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং গোপন সংবাদের ভিত্তিতে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
The post বরিশালে ডিবি’র অভিযানে ইয়াবা,গাজা ও জাল টাকাসহ আটক ৩ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.