বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ভবানীপুর গ্রামের ছলু চৌকিদার বাড়ীর মৃত আবদুল ওহাব হাওলাদারের মেয়ে অসহায় নারী মাজেদা ইয়াসমিনের আর্তনাদ শুনছে না কেউ।

তিন বোন ও একভাইয়ের শুধুমাত্র মাজেদা ইয়াসমিন বাড়ীতে থাকে। ভাই ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করে ও বোনরা শশুর বাড়ী থাকার সুবাদে জনবল নাই তাদের। এই সুযোগে তাদের বাড়ীর জমি-জমা মোস্তাফা চৌকিদার ও শাহজাহান চৌকিদার গংরা দখল করে ভোগ করে আসছে বলে দাবী করে মাজেদা ইয়াসমিন।

তিনি বলেন, বিষয়টি নিয়ে বারবার থানা পুলিশ ও আদালত পর্যন্ত দৌড়েছি। কিন্তু কোন সুরহা পাইনি। আদাল রায় দিলেও আমাদের জমি বুজিয়ে দেয় না প্রতিপক্ষ। আওয়ামী লীগের আমলে কয়েকবার শালিস দরবার হয়েছে। স্থানীয় প্রভাবশালিরা প্রতিপক্ষের পক্ষ নিয়ে আমাদের জমিতে বিল্ডিং করে দিয়েছে তাদের। যখনই তাদের বাঁধা দেই তখই গায়ে হাত তোলে,মারধর করে। সর্বশেষ গতসপ্তাহে আমার পাকের ঘর ভেঙে ফেলেছে প্রতিপক্ষরা। আমার বাড়ীতে থাকা দায় হয়ে দাড়িয়েছে।

এর আগে আমার ভাতের হাড়িতে বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছে। যা বাড়ীর সবাই জানে। আমরা বাড়ীতে কাগজ অনুযায়ী ১৭ শতাংশ জমি পাই। কিন্ত আমার ঘরের ৩ শতাংশ জমি ছাড়া কোন জমি আমাদের দখলে নেই। এখন আমার ঘর ভেঙে আমাকে বাড়ী থেকে উচ্ছেদ করার পায়তারা করছে।

থানায় অভিযোগের ব্যাপারে বলেন এর আগে ৯৯৯ ফোন করে পুলিশ এনেছি। তারা প্রভাবশালীদের কথা শুনে চলে যায়। এখন আমার যাওয়ার কোন যায়গা নেই।

ভুক্তি মাজেদা ইয়াসমিন প্রশাসনের উর্দ্ধতন কর্মকড়তাদে দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই জুলুম থেকে আমাকে বাচান এবং আমাদের প্রাপ্য বুজিয়ে দিন।

The post বাবুগঞ্জের চাঁদপাশার অসহায় নারী মাজেদাকে বাড়ী থেকে উচ্ছেদের পায়তারা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.