সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণার প্রতিবাদ এবং মিটফোর্ডে হত্যা ও সারা দেশে সহিংস ঘটনার বিচার দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, আমাদের এখন একটাই লক্ষ্য ২৬-এর ফেব্রুয়ারিতে নির্বাচন। তারেক রহমান লন্ডনে দলের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে এটি নিশ্চিত করেছেন। এর কোনো বিকল্প নেই।
তিনি অভিযোগ করে বলেন, মিটফোর্ডের ঘটনা ঘিরে কিছু রাজনৈতিক দল ও চক্র দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা রাজনীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। এ ষড়যন্ত্র নতুন নয়। যখনই মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তখনই এদের ষড়যন্ত্র শুরু হয়।
তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় তারেক রহমানকে নিয়ে কথা বলা হয়েছে, স্লোগান দেওয়া হয়েছে। তারা ভেবেছে বিএনপি ঘরে ঢুকে যাবে। কিন্তু বিএনপি কখনোই মাথা নত করেনি, ফিনিক্স পাখির মতো বারবার উঠে দাঁড়িয়েছে।
তিনি জানান, তারেক রহমান এই দেশের লাখো বেকারের কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা ও উন্নয়নের জন্য বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে পরিকল্পনা করছেন। ঠিক এই সময়েই তাকে লক্ষ্য করে আঘাত আসছে।
চক্রান্তকারীদের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, তাদের লক্ষ্য আবার দেশে অস্থিরতা তৈরি করা, গণতন্ত্র ধ্বংস করে বিভাজন তৈরি করা। কিন্তু আমরা জনগণকে সঙ্গে নিয়ে আবারও ফ্যাসিবাদকে রুখে দেব।
তিনি আরও বলেন, যখনই তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বসে নির্বাচন নিশ্চিত করলেন, তখনই ষড়যন্ত্রকারীদের মাথা বিগড়ে গেল। আমাদের ধৈর্য ধরে সব পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
The post ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল appeared first on Ctg Times.