উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতির পক্ষেই জামায়াতের অবস্থান বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি আজ সোমবার (১৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দুটো বিষয়ে আলোচনা হয়েছে আজ। কোনোটাই নিষ্পত্তি হয়নি। দুই-তৃতীয়াংশ দল উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে একমত হয়। উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতির পক্ষেই আমাদের অবস্থান।

‘নারী আসন ১০০-তে উন্নীত করার বিষয়ে আমরা একমত। তবে ভোটের পদ্ধতি হিসেবে আমরা বলেছি, পিআর পদ্ধতিতে এটা বাস্তবায়ন করা যায়’, যোগ করেন সিনিয়র এ জামায়াত নেতা।

তিনি আরও বলেন, উচ্চকক্ষ গঠন নিয়ে আজ নতুন যে প্রস্তাব (৬৪ জেলা+১২ মহানগর) দিয়েছে কমিশন, এ প্রস্তাব আলোচনার কোনো যোগ্যতাই রাখে না। অর্ধেক আলাচনার পর নতুন প্রস্তাব আনা বিভ্রান্তিকর।

The post উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতিই যুক্তিসঙ্গত: তাহের appeared first on Ctg Times.