মিয়ানমার থেকে এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট খেলে দেশে ফিরে পর দিনই ভুটান ফিরে যান ঋতুপর্ণা ও মনিকা চাকমা। আজ সোমবার তাদের ক্লাব পারো এফসির ম্যাচ ছিল। ম্যাচে পারো ১২-১ গোলে হারিয়েছে গেলেফু স্পোর্টস ক্লাবকে।
পারো এফসিতে খেলেন বাংলাদেশের সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও সুমাইয়া। আজ ম্যাচে সাবিনা চার গোল করেছেন। সুমাইয়া হ্যাটট্রিক করেন, ঋতুপর্ণা ও মনিকা একটি করে গোল করেন।
বাংলাদেশের ফুটবলার সুমাইয়া ম্যাচসেরার পুরস্কার পেয়ে বলেন, ‘আমার এই পারফরম্যান্সের সব কৃতিত্ব টিমমেটদের। এই ট্রফি ক্লাবকে উৎসর্গ করছি। আমি ধারাবাহিকভাবে ভালো খেলতে চাই।’
The post ভুটানে সাবিনা-সুমাইয়ার হ্যাটট্রিক, গোল করলেন ঋতুপর্ণাও appeared first on Bangladesher Khela.