বিপিএল নিয়ে এবার আগের চেয়ে অনেক বেশি সচেতন, সতর্ক ও সাবধানী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খোদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কায়মনোবাক্যে চাচ্ছেন বিপিএল নিয়ে পূর্বে ঘটা নানা বিতর্কের অবসান হোক।
বলার অপেক্ষা রাখে না, প্রায় দেড় যুগ ধরে অনুষ্ঠিত হলেও বিপিএল এখনো কোন সাজানো-গোছানো, আকর্ষণীয়, জমজমাট ও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি আসর হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি।
ফ্র্যাঞ্চাইজি আসর হিসেবে আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল মানের বহুদূর, একটি ভাল আসর হিসেবেও গড়ে ওঠেনি। বরং বিপিএল এক বিতর্কিত আসর হিসেই পরিচিতি পেয়েছে। অনিয়ম, অব্যস্থাপনা, ক্রিকেটার, কোচ ও সাপোর্টিং স্টাফদের বেতন ভাতা, পারিশ্রমিক ও আনুসাঙ্গিক সুযোগ-সুবিধা নিয়েই রাজ্যের অভিযোগ এখনো বিপিএলের নিত্য সঙ্গী হয়ে আছে।
গত বছর রাজশাহী ও চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি কর্তৃক খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে নানা টালবাহানা, অনিয়ম ও অপেশাদার মানসিকতা বিপিএলকে বিতর্কিত এক আসরে পরিণত করেছিল। এমনকি বিপিএলের ফ্র্যাঞ্চাইজি নিয়োগ নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন।
এবার সেসব অনিয়ম, অব্যবস্থাপনা, অপেশাদারিত্ব দূর করে বিপিএলকে একটি ভাল মানের ফ্র্যাঞ্চাইজি আসর হিসেবে গড়ে তোলার প্রাণপন চেষ্টা করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আর তাই বিপিএল শুরুর প্রায় ৫ মাস আগে ক্রিকেটার, সংগঠক, ফ্র্যাঞ্চাইজি এমনকি সংবাদকর্মীদের সাথে বসে সবার মতামত নিয়ে টুর্নামেন্টটিকে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিসিবি।
তারই প্রথম পদক্ষেপ হিসেবে আজ ১৪ জুলাই দুপুরে শেরে বাংলায় দেশের চার সিনিয়র ও প্রতিষ্ঠিত ক্রিকেটার মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন ও জাকির হাসানের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান মাহবুব আনাম এবং বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা। নাজমুল হোসেন শান্তরও থাকার কথা ছিল বৈঠকে। তবে তিনি রাজশাহী থাকায় এই বৈঠকে হাজির হতে পারেননি।
জানা গেছে তামিম, মুশফিক ও মিঠুনরা বিপিএলে তাদের নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন এই বৈঠকে। তাদের তিক্ত অভিজ্ঞতাগুলোও তুলে ধরেছেন। কী ধরনের সমস্যার উদ্রেক ঘটে, পারিশ্রমিক নিয়ে কী ধরনের সমস্যার তৈরি হয় এবং ক্রিকেটার ও কোচরা কী ধরনের ভোগান্তির শিকার হন, আয়োজন ও ব্যবস্থাপনায় কী ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা আছে- সেসব নিয়ে একদম খোলামেলা আলোচনা হয়েছে এ বৈঠকে।
জানা গেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটারদের সে সব অভিজ্ঞতার কথাগুলো খুব মন দিয়ে শুনেছেন।
The post তামিম, মুশফিকদের সাথে বিপিএল নিয়ে একান্ত বৈঠক বুলবুলের appeared first on Bangladesher Khela.