নগর প্রতিনিধি:

বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয় ভাঙচুরের ঘটনায় করা মামলার বাদী আল আমিনকে গণঅধিকার পরিষদের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে তাঁকে নগর ভবন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আল আমিন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেছিলেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গণঅধিকারের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে গত ৩০ মে জাপা নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়। একই দিন জাপা কার্যালয় ভাঙচুরের অভিযোগে গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরু, সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ অন্যদের বিরুদ্ধে মামলা করেন আল আমিন।
জাপার প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সদস্যসচিব ইকবাল হোসেন তাপস জানান, আল আমিন জাপার সহযোগী সংগঠন তরুণ পার্টির জেলা সভাপতি। পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগাতে বের হন। রাত ৩টার দিকে নগর ভবন এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে গণঅধিকার পরিষদের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ওই মামলার এজাহারে আল আমিনের নাম নেই।
তবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গণঅধিকারের মামলায় অজ্ঞাতনামা আসামির তালিকায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
The post জাপা কার্যালয় ভাঙচুর মামলার বাদী গণঅধিকার পরিষদের মামলায় গ্রেপ্তার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.