ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার শনির দশা হয়তো কেটেই গেছে। শহরে আইন শৃংখলা পরিস্থিতির যতেষ্ট উন্নতি হয়েছে। মাদক বিরোধী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে উল্লেখ যোগ্য সফল অভিযান হয়েছে। জনগনের আস্তার জায়গা করে নিয়েছেন ওসি শিবিরুল ইসলাম। অত্নগোপনে থাকা উল্লেখযোগ্য শীর্ষ সন্ত্রাসী গ্রেফতারে ব্যর্থ হলেও আকুয়া এলাকায় অবস্থান করা শীর্ষ সন্ত্রাসী এখনো গ্রেফতার হয়নি। গত দু’মাসে দফায় দফায় অপরাধ সংঘঠিত করায় তার নামে মামলাও হয়েছে একাধিক!
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি দফায় দফায় বদলী হওয়ার পর পুলিশ প্রশাসনে ও ময়মনসিংহবাসীর ভালো জানাশুনা ওসি শিবিরুল ইসলামের বদলী হয় কোতোয়ালী মডেল থানায়। এর আগে তিনি গফরগাও থানায় কর্মরত ছিলেন। দিন পনেরো হলো কোতোয়ালী থানায় কর্ম দিবস তার। এর মধ্যে তিনি শহরের শীর্ষ মাদক কারবারী, কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার করেছেন। বিপুল পরিমান মাদক উদ্ধারসহ বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িতদের গ্রেফতার করেছেন। ফুটপাত উচ্ছেদ, দেশীয় অস্ত্র উদ্ধার, যৌন পল্লী থেকে বিপুল পরিমান চুলাই মদ উদ্ধার, চুরি, ছিনতাই এর সাথে জড়িত থাকা শতাধিক ব্যক্তিদের গ্রেফতার করেছেন। এত করে শহরে ছিনতাই কমেছে। বৃদ্ধি পেয়েছে জননিরাপত্তা। পাশাপাশি আইন শৃংখলার উন্নতি হয়েছে।
সম্প্রতি বিভিন্ন মামলায় বেশ কয়েক আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেফতারে সারা ফেলেছেন শহরে। এই শহরে মব নেই। চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়েছেন কঠিন পদক্ষেপ। ফলে ওসি বদলের শনির দশা কেটেই গেছে।
ওসি শিবিরুল ইসলাম ক্ষুদ পুলিশ প্রশাসনে দক্ষ ও চৌকশ অফিসার হিসেবে পরিচিত। তার কর্ম জীবনের অনেক ওসি এসপিরা তার প্রশংসা করেন। কমিউনিটি পুলিশিং সভা ও বিভিন্ন আন্দোলন প্রতিহত করার বক্তব্য সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে।
বেশ কিছু ধরে মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা অনেকেই অত্নগোপনে চলে গেছেন। কতিপয় ২/৩ জন সন্ত্রাসী বা তাদের বাহিনী সুযোগ বুঝে সন্ত্রাসী করে আত্নগোপনে চলে যাচ্ছেন। এ গুলো আইন শৃংখলার উপর প্রভাব ফেলে বলে জনগন মনে করেন।
সাধারণ মানুষের আইনী সহায়তা নেয়া ও আইনি সহায়তা দেয়ার ক্ষেত্রে তিনি অনেক সচেতন। মামলা নেয়ার ক্ষেত্রে কোন অপরাধী যেন ছাড় নাপায় কিংবা বিনা অপরাধে কেহ যেন হয়রানির শিকার নাহয়, এ সকল ব্যপারে ওসি শিবিরুল ইসলাম অনেক সচেতন। অনৈতিক তদবির রক্ষা না করায় অনেকে আবার তার উপর নাখোষ! সব মিলিয়ে ভালোই চলছে কোতোয়ালী মডেল থানা। কেটেছে শনির দশাও।

The post শনির দশা কেটে যাচ্ছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.