তারেক রহমানের জনপ্রিয়তা দেখে একটি গোষ্ঠী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে

বাবুগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আপত্তিকর শ্লোগান, ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার নির্বাচন অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়। উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে গিয়ে শেষ হয় মিছিল। এরপর সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। প্রতিবাদ সভায় বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান ইরান, ভিপি জুয়েল, আসলাম খোকন, এইচএম লিমন, ইমন হোসেন, হানিফ তালুকদার লিটন, মাহমুদুল হাসান রুমন, আমিনুল ইসলাম উজ্জল, রাজিব খান, রিয়াজ শরিফ ,রহমতপুর ইউনিয়ন আহবায়ক রুবেল হোসেন, আগরপুর ফারুখ হোসেন, চাঁদপাশা ইউনিয়ন আহবায়ক শাহজুল ইসলাম, মাধবপাশা যুবদল নেতা সবুজ হোসেন, দেহেরগতি ইউনিয়ন আহবায়ক বরকত বিশ্বাস, কেদারপুর ইউনিয়ন আহবায়ক কামরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন ‘বিএনপি একটি স্বচ্ছ রাজনীতির দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই দল দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। ভোটের মাঠেও বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তাই একটি গোষ্ঠী তারেক রহমানকে নিয়ে ধারাবাহিক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ‘ভবিষ্যতে এসব অপপ্রচারের বিরুদ্ধে যুবদল জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে যে নৃশংস হত্যাকান্ড ঘটেছে, তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। অবিলম্বে এই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

The post বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাবুগঞ্জ উপজেলা যুবদল appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.