বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জে দিনে-দুপুরে ঘরে ঢুকে ছুরিকাঘাতে হাজি আব্দুস সত্তার হাওলাদার নামের একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে বাকেরগঞ্জ থানাধীন গোলদার বাড়ি নামক স্থানে একটি দুতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

নিহত হাজি আব্দুস সত্তার হাওলাদার (৭০) গোলদার বাড়ির মৃত রশিদ হাওলাদারের ছেলে ও অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর।

নিহতের স্ত্রী নাসিমা বেগম বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের বসতঘরের দরজায় কে বা কারা নক দেয়। এ সময় তার স্বামী দরজা খুলে দিলে কিছু বুঝে ওঠার আগেই একজন লোক ছুরি দিয়ে কুপিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। তার ডাক-চিৎকার শুনে তাকে বাঁচাতে যাওয়ার আগেই হত্যাকারী পালিয়ে যায়। হত্যাকারী পাঞ্জাবি পরিহিত এবং তার মুখে দাঁড়ি ছিল।

নিহতের ভাতিজা লিটন হাওলাদার বলেন, তার চাচা সাত্তার হাওলাদারের সঙ্গে এলাকায় কারো কেমন কোনো শত্রুতা নেই। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে আমার বোধগম্য নয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. জাহিদ হাসান বলেন, নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই হাজি আব্দুস সত্তার হাওলাদারের মৃত্যু হয়েছে।

বাকেরগঞ্জ থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, কে বা কারা ঘরে ঢুকে ছত্তার হাওলাদার নামে এক ৭০ বছরের বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

The post বাকেরগঞ্জে দিনে-দুপুরে ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.