গত বছরের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান মোহাম্মদ সালাউদ্দিন। তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সেই সফরে দলের সঙ্গে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছিলেন না। এতে ব্যাটারদের দেখভালের দায়িত্বও পান সালাউদ্দিন।
এরপর থেকে চলমান শ্রীলঙ্কা সিরিজেও দায়িত্ব পালন করছেন ব্যাটিং কোচের। তবে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েন দেশের ক্রিকেটের জনপ্রিয় এই কোচ। মঙ্গলবার (১৫ জুলাই) শেষ টি-টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন।
এ সময় জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘দেখুন আমি কোচ, আমাকে যদি কালকে আপনি বলেন যে সালাউদ্দিন যাও থার্টিনে কোচিং করাতে। আমি রাগ করবো না আমার এখানে ট্যাগ লেখা নেই যে আমি শুধু কোচ জাতীয় দলের। তো এটা নিয়ে আমার কখনো ইগো সমস্যাও নেই, এটা নিয়ে আমি চিন্তিত না।’

ভালো সমালোচনা হওয়া স্বাভাবিক জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘দেখুন বাংলাদেশ টিম আমার বাপ দাদার সম্পত্তি না। আমি যদি ভালো না করি এখানে আমার সমালোচনা হবে। এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহবা দেবে। আমি আমার দলের জন্য শতভাগ দিচ্ছি কি না, আমি কি আমার জায়গায় সৎ কি না। সেটা আমার কাছে মূল বিষয়, আমি যদি ভালো না হই তাহলে বোর্ড আমাকে সরিয়ে দেবে।’

তিনি আরও বলেন, ‘হয়তো আমি মানসিকভাবে অনেক শক্ত। অনেক দুর্বল মানুষ হয়তো পড়ে যেতে পারে। আর এমন না যে আমার এখানে চাকরি করতে হবে। আমার অনেক কিছু করার আছে। আর আমি এখানে নিজের ইচ্ছায়ও আসি নাই যে আমি চাইছি, আমাকে চাকরি দেন।’

The post বাংলাদেশ টিম আমার বাপ দাদার সম্পত্তি না: কোচ সালাউদ্দিন appeared first on Bangladesher Khela.